কুকিদের লোককাহিনীতে “বাঘের চালাকি”

কুকিদের লোককাহিনীতে “বাঘের চালাকি”

এককালে এক বিধবার এক মেয়ে ছিল।সে এত সুন্দরী ছিল যে তাকে বিয়ে করার জন্য দেশসুদ্ধ লোক পাগল হয়ে গেল।এক বাঘ জানত এক যাদুমন্ত্র।সে মন্ত্রবলে মানুষের রুপ ধারণ করে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলো।বিধবা ভয়ানক রাগান্বিত হলো।বাঘ মানুষটি মন্ত্রবলে মেয়েটিকে কুৎসিত আকারে রুপান্তরিত করলো।এই দশা দেখে বিধবার দুঃখে অন্ত রইলো না।সে ঘোষণা করলো,যে ব্যক্তি তার মেয়েকে ভাল করে দিতে পারবে তার সাথে মেয়েকে বিয়ে দেবেন।আর যদি কোন মেয়েমানুষ এই কাজ সমাধা করতে পারে তবে তাকে চিরদিনের জন্য বান্ধবী করে রাখবে।এইবার বাঘ-মানুষটি অন্য রুপ ধরে বিধবার ঘরে আশ্রয় নিল।কিছুদিন পর সে মন্ত্রবলে মেয়েটি সুস্থ করে তুললো। বাঘ-মানুষটি সাথে বিধবা নিজের মেয়ে বিয়ে দিলেন।দীর্ঘদিন থাকার পর বাঘ-মানুষটি তার স্ত্রীকে নিয়ে দেশে রওয়ানা হলো। কিন্তু পথিমধ্যে এসে বাঘ-মানুষটি নিজের রুপ বদলিয়ে আবার বাঘে পরিণত হলো।এই দৃশ্য দেখে মেয়েটি ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো।তখন ফাচিভং ও রাংগচার নামে দুই ভাই অরণ্যভূমিতে জুম কাজে ব্যস্ত ছিল।তারা চিৎকার শুনে সামনে এগিয়ে এসে দেখে একটি বাঘ একটি মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। দুই ভাই দা নিয়ে রুখে দাড়ালো মেয়েটিকে রক্ষা করতে।কিন্তু বাঘটি এমন হিংস্র ছিল যে তার ভয়ে বড় ভাই ফাচিভং দূরে সরে পড়লো।কিন্তু ছোট ভাই রাংগচার ছিলেন অত্যন্ত সাহসী । সে বাঘটিকে হত্যা করে মেয়েটিকে রক্ষা করলো।অতঃপর মেয়েটিকে বাড়ি নিয়ে আসার পর বড় ভাই মেয়েটিকে বিয়ে করলো।

_______________ Anonymous

বি:দ্র; খাসিয়া, নাগা ও কুকিদের লোককাহিনীতে বাঘ সম্পর্কে ধারণা।লোককাহিনীতে বাঘের নাম উল্লেখ।

খাসিয়াদের মানুষ উৎসর্গে প্রথার উৎপত্তি

“খাসিয়াদের মানুষ উৎসর্গের প্রথা উৎপত্তি”

চেরাপুঞ্জি পাহাড়ের বৃহৎ গর্তে এক থেলেন(অজগর) বাস করতো।এই থেলেনের প্রভাবে নাকি দেশে মড়ক দেখা দিত।মড়ক থেকে রেহাই পাবার উদ্দেশ্য একটি লোক সেই থেলেনকে একটি করে ছাগল উৎসর্গ করতো।এইভাবে লোকটির সাথে থেলেনের খুব খাতির জমে।পরবর্তীকালে লোকটি থেলেনকে ডাক দিলেই সে গোশতের লোভে হা করে চলে আসত।লোকরি মাথায় একবার দুর্বুদ্ধি জাগলো।সে থেলেনকে হত্যার অভিপ্রায়ে একটি লৌহ-শলাকা অগ্নিসংযোগে গরম করে থেলেনকে ডাক দিল। গোশতের লোভে থেলেন হা করে চলে আসতেই সে জলন্ত শলাকা তার মুখে পুরে দিল।ফলে থেলেন মারা গেল। তখন লোকটি থেলেনকে ছোট-ছোট খন্ড করে সব গোশত বিভিন্ন অঞ্চলের লোকদেরকে পাঠিয়ে দিল খাওয়ার উদ্দেশ্য। কিন্তু ভূলক্রমে এক টুকরো গোশত এক পাথরে পড়েই ছিল।যে পাথরে গোশত টুকরো পড়ে ছিল সেই পাথর ছিল যাদুগুন।ফলে সেই গোশত থেকে হাজার-হাজার থেলেন(অজগরের) জন্ম হলো।তাদের উৎপাতে সবাই অস্থির হয়ে উঠলো।এখন আর মানুষ উৎসর্গ করা ছাড়া তারা কিছুতেই নিবৃত্ত হলো না।সেই থেকে মানুষ হত্যা করে অজগর পূজার রীতি খাসিয়া সমাজে বিস্তার লাভ করে।
বি:দ্র; আশ্বিন মাসে শুক্লপক্ষে এই পূজা অনুষ্ঠিত হতো।পরবর্তীকালে সরকারে কড়া শাসনের ফলে এই প্রথা বিলুপ্ত হয়, এখন মনুষ্য বদলে জন্তুজানোয়ার উৎসর্গ করা হয়।
(অরণ্য জনপদে)

শেষ পর্ব-মানসী আজ উধাও

শেষ পর্ব- মানসী আজ উধাও

কয়েকদিন পর।রহিম এখন মানসীকে ছাড়া এক মুহূর্তও একা থাকতে পারেনা।তার শুধু মানসীকে দেখতে ইচ্ছে করে।রহিমে মন এখন মানসী প্রতি এত আকৃষ্ট হয়েছে যে সে শুধু মানসী দেখতে চাই আর চাই।এখন রহিম মানসীকে বারবার ফোন করতে থাকেন।মানসীর মনেও সন্দেহ জাগে।সে ভাবতে নিশ্চয় কোনো কারণ আছে।বারবার কথা বলার কারণে মানসীর মনও বদলে যায়।মানসীও আস্তে আস্তে রহিমের দিকে ঝুকে পড়ে।

এদিকে সুদীপ্ত আর মানসীকে ফোন করে করেনা।মানসীও এখন আর অতটা সুদীপ্ত ফোন করে না। এভাবে তারা দুজনে দূরে সরে যেতে থাকে।

ইদানীং মানসী আর রহিমে ঘনিষ্ঠতা বেড়ে যায়।তারা দুজন দুজনকে দেখার জন্য প্রতিদিন ক্যাম্পাসে এসে হাজির হয়।শুরু হয় আবার তাদের মাঝে নতুন করে কফি হাউস আর রেস্তোরায় যাওয়া।বার্গার, কফি আর বিবিয়ানী পার্টি এখন নিয়মিত হয়ে ওঠেছে।আড্ডা কারণে তাদের আর নিয়মিত ক্লাস করা হয়ে ওঠে না।

এদিকে নিয়মিত পার্টির কারণে মানসীর ম্যানিব্যাগের টাকাও ফুরিয়ে আসে।টাকা না থাকার কারণে মানসীর অবস্থা এখন বেহাল।

মানসীর এখন নিয়মিত বাবার কাছ থেকে টাকা চাই।নিয়মিত টাকা দেয়ার কারণে মানসীরর বাবা অস্থির হয়ে ওঠে।আজকাল মানসীর কেন এত টাকা লাগে সেই কথা মানসীর বাবা জানতে।বাবা জানতে চাওয়ায় মানসী নানা অজুহাত দেখায়।সে তার বাবাকে বলে আজকাল ভার্সিটিতে নানা সেমিনার আর প্রেজেন্টেশন চলে।এই কথা শুনার পর বৃদ্ধ বাবার আর কথা বলার সাহস থাকেনা। রহিমও সুযোগ কাজে লাগাতে শুরু করে। সে আজকাল মানসীর সব বিল দিয়ে দেয়।মানসীও রহিমে ফাঁদে পা দেয়।

আজকাল মানসী আর রহিম প্রেম ভালবাসায় হাবুডুবু খাচ্ছেন। তারা বিভিন্ন শপিংমলে মলে শপিং করতে যায়।শপিংমলে মানসীকে রহিমের সাথে তার সহপাঠীরা দেখতে পাই।আর সুদীপ্তকে জানিয়ে দেয়।সুদীপ্তও এ ব্যাপারে জানতে চাই।মানসী আর কিছু বলেনা।সে শুধু হাসে আর হাসে।এখন সুদীপ্তও মানসীকে ভুল বুঝতে থাকে।তাই মানসী রহিমে সাথে মেলামেশা করলেও সুদীপ্ত আর কিছু বলে না।

মানসী বন্ধুরা মানসী নানাভাবে বুঝাতে থাকে।সে যেন বেজাতিকে বিয়ে না করে।
কিন্তু কে শুনে কার কথা।মানসী আর পাহাড় আর পাহাড়িদের পাত্তা দেয় না।মানসী টাকার লোভে তার জন্মদাতা বাবা-মাকে প্রায় ভুলে যায়।

এদিকে অনার্সের কোর্সও শেষ হয়ে আসে।মানসী এখন থেকে বাবা-মার সাথে এমনকি পরিবারে লোকদেরর সাথেও কম কথা বলে।তার মামার সাথেও সে ভালভাবে কথা বলো না আর।সে শুধু রহিমের সাথে কথা বলতে চাই।

মানসী ভুলতে থাকে পাহাড় আর পাহাড়ের বাস করা মানুষদের।কয়েক মাস পর অনার্সে রেজাল্ট বের হয়।মানসী আর রহিম কিন্তু দুজনে ভাল মার্ক পেয়ে পাশ করে।

রহিম আর মানসী বিয়ের করার সিদ্ধান্ত নেয়।মানসী আর রহিম দুজনে পালিয়ে বিয়ে করে।কয়েকদিন পর মানসীর বাবা-মা মানসী বিয়ে সম্পর্কে জানতে পারে।এ কথা শুনার পর বাবা-মার মুখে শুধু চোখে জল।একদিন মানসীর বাবা-মা স্বপ্ন দেখতো মানসী ম্যাজিস্ট্রেট হয়ে জনগণের সেবার করবে।সেই স্বপ্ন আজ শুধু স্বপ্নই থেকে গেল।বাবা-মার লালিত স্বপ্ন মানসী ধূলায় মিশিয়ে দিলেন।

বিয়ে কয়েক বছর হতে চলল।আস্তে আস্তে মানসী বুঝতে পারে রহিমের আসল চেহারা। রহিম এখন আর মানসীকে অতটা ভালবাসেনা।আস্তে তাদের সংসারের ভাঙ্গন লাগে।

।সে এখন মানসী কাছ থেকে বিয়ে পণ হিসেবে যৌতুক চাই।যৌতুক না পেলে রহিম দ্বিতীয় বিয়ে করতে চাই।এতে মানসীর মনে আর সুখ,শান্তি থাকেন।সে ভুলে যায় সুখের দিনগুলি।কষ্ট তার দিনদিন প্রকট হতে থাকে।

এখন সে বুঝতে পারে লাভ জিহাদের আসল চোহারা।সে এখন পাহাড়ে ফিরতে চাই। কিন্তু তার পাহাড়ের ফেটা হয়ে ওঠে না।মানসী কান্নায় ব্যাকুল ওঠে।সে ভাবতে থাকে পাহাড়ের জনপদ,পাহাড়েরর লোকজনদের।সে নিজের ভুল বুঝতে।সে পাহাড়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে কিন্তু আসতে পারেনা

অতঃপর সে আত্মহত্যা করতে কোনো দ্বিধাবোধ করেনা।এভাবে শেষ হয়ে যায় মানসী সুন্দর জীবন আর ম্যাজিস্ট্রেট হবার স্বপ্ন।

ছবি;সংগৃহীত

(মানসী মত হয়ে বহু পাহাড়ি মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যায়)

মানসী আজ উধাও

পর্ব-১ : মানসী আজ উধাও

অবশেষে ঢাকায় আসা হলো মানসীর।সে ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবেন।

পাহাড় পেরিয়ে ঢাকার পথে…

আজ তার(মানসী) প্রথমবার ঢাকায় আসা।দিনটি ছিল শুক্রবার।সাথে এসেছিলেন তার বাবাও।ফার্মগেটে এক আত্মীয় বাসায়(মামার বাড়ি) শুরু হলো এক নতুন জীবন।হঠাৎ ঢাকায় এসে তার মন বেশ অস্থির হয়ে উঠল।নতুন পরিবেশকে মানিয়ে নিতে তার একটু কষ্ট হলো।শুরু হলো ঢাকা শহরে তার পথচলা।শহরটা তার বেশ অচেনা-অজানা।সঙ্গীরাও তার প্রায় অপরিচিত। শহরটা ঘুরে দেখলেন।বড়-বড় ফ্ল্যাট দেখে তার বেশ ভাল লাগল।মনে মনে ভাবলেন ভবিষ্যতে সেও ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নেবেন। কয়েকদিন থাকার পর তার বাবা নিজ বাড়িতে চলে আসলেন।বাবা চলে আসায় তার মন একটু চঞ্চল হয়ে উঠল।তার মনও বাড়িতে আসতে চাইল।তবুও নিয়তি নিয়মে ঢাকায় থাকতে হলো।


ওদিকে ভার্সিটিও ক্লাসের তারিখ ঘোষণা করল।এভাবে কয়েকদিন চলে গেল।
কয়েকদিন পর ক্লাসে নিয়ে যাওয়ার জন্য মামার সাথে নীলক্ষেত গেলেন। বই,কলম,খাতা কিনে বাড়িতে চলে আসলেন।নীলক্ষেত যাওয়ার সময় দেখতে ফেলেন কয়েকজন জুম্ম শিক্ষার্থীকে।সে তো অবাক!তাদের দেখে তার মনে একটু স্বস্তি হল।ভাবলেন কয়েকজন জুম্মদের মত তিনিও একজন ঢাকায় পড়ুয়া। জুম্মদের ঢাকায় লেখাপড়া মানে একটু কদর।জুম্মরাও তাদের একটু আলাদাচোখে দেখে।অন্যদের মতো তিনিও এটা ভাবলেন।
মাঝে মাঝে তার মনে উকি মারে পাহাড়ের দিনগুলি।সে এভাবে সময় কাটায় সেই মধুরদিনগুলি ভাবতে ভাবতে।কত আনন্দের ছিল,কত খুনসুটি ছিল সেইদিনগুলি।

ভার্সিটির প্রথম ক্লাসের দিনটিও এসে গেল।সে ভার্সিটি গেলেন তার মামাকে সাথে করে।সে ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর।আর তার মামা বাইরে দোকানে উঠে পড়লেন। মানসী জন্য অপেক্ষায় থাকলেন। নতুন ক্লাস শুরু হল ১০টা বেজে।নতুন দিন ক্লাসে সবাই অপরিচিত।মানসী দেখলেন ক্লাসে হাতে গোনা কয়েক জন বাদে প্রায় সবাই বাঙালী। মানসী কয়েকজন জুম্ম শিক্ষার্থীর সাথে পরিচয় হলেন।আর কয়েক জন বাঙালি শিক্ষার্থীর সাথেও।কয়েকদিন চলে গেল।একে একে প্রায় সবাই পরিচিত মুখ হয়ে উঠলেন।


মানসী ভার্সিটি ভর্তি হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগে।সে নিজ ডিপার্টমেন্ট জুম্ম শিক্ষার্থী ঝিনু চাকমা,কণিকা ত্রিপুরা, রিনা মারমা আর অর্কিড চাকমা সাথে পরিচিত হলেন।তাদের সাথে চলে তার কিছু পথচলা।গল্পে,আড্ডায় মেতে উঠল তাদের ক্যাম্পাস জীবন।এভাবে কিছু দিন চলে গেল।মানসী এবার গুটি কয়েক জন বাঙালি ক্লাসমেটের সাথে পরিচিতি হতে লাগলেন।তাদের মধ্যে রহিম,জান্নাতুল, ফেরদৌসি আর মৌসুমী নাম বেশি মানসীর কাছে উল্লেখযোগ্য হয়ে উঠল।কয়েকদিনে বাঙালি বন্ধুদের কাছে সহজসরল মানসী হয়ে উঠলেন অধিক প্রিয় আপনজন।এভাবে চলে যায় দিনের পর দিন।আস্তে আস্তে মানসী ভুলে যেতে লাগলেন নিজ জুম্ম শিক্ষার্থী ভাই-বোনদের।বেশি বেশি মিশতে লাগলেন বাঙালিদের সাথে।মাসের পর মাসে এভাবে চলে যায়।

মানসীর মনও বদলে যেতে থাকে।আস্তে আস্তে ভুলে যায় সে নিজের সংস্কৃতিকে।
বাঙালি শিক্ষার্থীরা প্রতিদিন ক্যাম্পাসে স্মার্ট, স্টাইল, সুন্দর করে সেজে আসত।তাদের দেখে মানসীও স্মার্ট হয়ে ওঠে।স্মার্ট হয়ে ওঠার পর সে জুম্মদের আর কেয়ার/পাত্তা করে না।জুম্মরা মানসীকে অতটা খেয়াল রাখে না।মানসীও চলে যায়।সে এখন বাঙালিদের সাথে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।স্মার্ট হয়ে ওঠার পর মানসীর খরচ বাড়তে লাগল।মানসী চিন্তায় পড়ে গেলেন।স্মার্ট বা আধুনিক হয়ে উঠতে গেলে তার প্রচুর টাকার দরকার।মানসী পরিবারও এত স্বচ্ছ ছিল না।

মানসীর বাড়ি খাগড়াছড়িতে।তার বাবা প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেন আর তার মা টুকটাক সেলাই কাজ করেন।মানসী পরিবারে বড় সন্তান। মানসীরা তিন ভাইবোন।বড় মেয়ে হওয়ার কারণে তাকে সবাই বেশি আদর,ভালবাসত।তার বাবা মারও স্বপ্ন মানসী বড় হয়ে চাকরী করে পরিবারে হাল ধরবেন।বাবা-মার লক্ষ্য ছিল মানসী বড় হলে ম্যাজিস্ট্রেট হবেন।মানসীরও স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হওয়া।লক্ষ্য পৌছার জন্য মানসী পরীক্ষা ভাল করতে থাকে।প্রাইমারী, হাই স্কুল আর কলেজ জীবন কাটে নিজের শহর খাগড়াছড়িতে।প্রতিটি পরীক্ষায় সেও ভাল রেজাল্ট করতে থাকে।


গ্রামের মানসী নাম সবাই জানত আর চিনতো। কারণ মানসী খেলাধুলা আর লেখাপড়ায় বেশ পারদর্শী ছিলেন । সে শিশুদের সাথে খেলতে বেশি পছন্দ করত।এভাবে সেইদিনগুলি চলে যায়।


নিয়তির বদলে মানসীও ঢাকায় চলে যায়।
ঢাকায় এসে ঠাই হয় মামার বাড়িতে।সেখান থেকে শুরু নতুন পথচলা।

পর্ব -২ মানসী আজ উধাও

ইদানীং সুদীপ্তও মানসীকে খুব একটা ফোন করে না।সুদীপ্তও ঢাকায় একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়।সুদীপ্তর সাথে মানসীর ৬ বছরে সম্পর্ক ছিল।পরিবারে ছাপে সুদীপ্ত বদলে যায়।সে পড়ালেখা ব্যস্ত হয়ে পড়ে।তার স্বপ্ন, বিসিএস পাস করে এএসপি হওয়া।সে পুরোদমে পড়ালেখা করতে থাকে।


এদিকে মানসী সুদীপ্তকে বারবার ফোন করে।এক দুবার রিসিভ করার পর সে আর মানসী কল রিসিভ করে না।মানসী খুব টেনশন করতে থাকে।শুধু ভাবে সুদীপ্ত কেন ফোন রিসিভ করে না।মানসীর কান্না পাই। বারবার ফোন করেও রিসিভ না করার কারণে মানসীর মনও বদলে যায়।মানসীও আস্তে আস্তে ভূলে যায় সুদীপ্তকে।এভাবে বাড়তে থাকে তাদের মাঝে দূরত্ব।


এদিকে ভার্সিটিতেও পুরোদমে ক্লাস শুরু হয়।মানসীও ক্লাস করতে প্রতিদিন ক্যাম্পাস হাজির হয়। অন্য জুম্ম শিক্ষার্থীরাও ক্যাম্পাসে হাজির হয়।


কয়েকদিন চলে গেল।মানসীও বাঙালি বন্ধুদের সাথে মিশতে থাকে।যতদিন চলে যায় মানসী মনও বদলে যায়।বেড়ে যায় বাঙালিদের সাথে সখ্যতা।ক্যাম্পাসে প্রতিদিন দেখা মেলে তাদের আড্ডা। আস্তে করে মানসীও বাঙালি সংস্কৃতি লালন করতে থাকে।আর ভালবাসতে থাকে বাঙালী সংস্কৃতিকে।ভুলে যায় নিজে সংস্কৃতিকে।


এভাবে কয়েক মাস যাবার পর শুরু হয় ১ম বর্ষে পরীক্ষা। চলে ২মাস পর্যন্ত। পরীক্ষার কারণে তাদের আড্ডা একটুও কমে যায়।কিন্তু কমেনি তাদের ফোনে যোগাযোগ। প্রতিদিন রহিম না হয় জান্নাতুল না হয় ফেরদৌস কেউ না কেউ মানসীকে ফোন করতে থাকে।


পরীক্ষা শেষ হয়ে যায়। ১মাস বন্ধ দেয়া ভার্সিটিকে।মানসীও অনেকদিন হলো বাড়িতে আসতে না।সে ছুটি বাড়িতে কাটাতে চাই।কিন্তু তার বন্ধুরা তাকে বাড়িতে আসতে দেয় না।বলে তাদের সাথে ছুটি কাটাতে।রহিম মানসীকে এ ব্যাপারে অনেক বার ফোন করে।ওদিকে মানসী বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয় আছে। রহিম মানসী অনেক বোঝাতে থাকে,কিন্তু মানসীর মন বদলাতে পারলেন না।রহিম অনেক অনুনয় করলেন, কিন্তু কিছুতেই কিছু হল না।

মানসীর লক্ষ্য বাড়ি যাওয়া।এভাবে ১ম বার পার পেয়ে গেলেন।চলে আসলেন খাগড়াছড়িতে।তখন ২০১৮ সালে নভেম্বর মাসে ২৬ তারিখ।বাড়িতে কয়েকদিন কাটিয়ে দিলেন।কয়েকদিন পর তার মন বেশ চঞ্চল ওয়ে উঠল।মনে উকি মাকে বাঙালি বন্ধুদের সাথে কাটানো দিনগুলি।এগুলো ভাবতে ভাবতে তার মন আরো বেশি অস্থির হয়ে উঠল।সিদ্ধান্ত নিলেন ঢাকায় ফিরে যাবেন।আর তাদের কয়েকদিন পর রেজাল্ট হওয়ার ও কথা ছিল।মানসীকে তার বাবা-মা তাকে আর কয়েকদিন বাড়িতে থাকতে বললেন। তবুও মানসী ঢাকায় যাওয়ার জন্য ব্যাকুল।

অবশেষে বাবা-মার অনেক অনুনয়ে আর কয়েকদিন বাড়িতে থেকে গেলেন।আর বন্ধুরাও তাকে ফোনে কল করতে থাকেন।তার মন আরও চঞ্চল হয়ে ওঠে।
রেজাল্ট এর দিন এসে গেল।যথারীতি মানসীও ভাল মার্ক পেয়ে পাস করলেন।অন্য জুম্ম শিক্ষার্থী পাস করলেন।পাসে খরব পেয়ে মানসীর বাবা-মা আনন্দ উল্লাসিত। গ্রামে মানুষরা রেজাল্ট এর খবর জানতে পারলেন।তারা মানসী প্রশংসা করতে লাগলেন।কারণ সবাই জানতেন মানসী ছোট কাল থেকে মেধাবী ছিলেন।


ভার্সিটির ছুটিও ফুরিয়ে এল।মানসীও ভর্তির টাকাসহ ঢাকা আসলেন।ভার্সিটি ভর্তির তারিখও ঘোষনা করে দিল।ডিসেম্বরে ২০তারিখ মানসী ক্যাম্পাসে এসে হাজির হলেন।সাথে বাঙালী বন্ধুরা আসলেন।

যথারীতি ভর্তিও হয়ে গেলেন।ভর্তি হবার পর কিছুক্ষণ আড্ডা দিলেন।অনেকদিন পর সবাই একসাথে সাথে দেখা।

জান্নাতুল বলল, কি খবর? মানসী।
মানসী বলল;এই কোনো মতে ভাল।মানসী পাল্টা প্রশ্ন করলেন তোমার অবস্থা কেমন?।ভাল, বলে দিলেন জান্নাতুলও।আবার রহিম মানসীকে প্রশ্ন করতে লাগলেন।প্রশ্নটা করলেন, পরিবারের সবাই কেমন আছেন?মানসী বলল ভাল।রহিমে প্রশ্ন করার কারণ টা এই রহিম মানসীকে একটু মনে মনে ভালবাসে।কিন্তু বলতে পারে না।


জানুয়ারি মাস চলে আসলো।ক্লাস রুটিন দেয়া হল।সবাই ক্লাসে আসলেন।
রহিম মানসীর প্রতি একটু দূর্বল ছিলেন।কারণ “ভালবাসা”। তাই বারবার মানসী সাথে কথা বলতে থাকেন…..

ছবি; সংগৃহীত

……..চলবে

বি:দ্র: রুপক অর্থে এখানে মানসী নামটি ব্যবহার। কারোও নামে সাথে হয়তো মিল থাকতে পারে।তবে কাউকে হয়রানির জন্য নামটি ব্যবহৃত নয়।ধন্যবাদ

“জামাই মারণী “চাকমাদের রুপকথার কাহিনী

_____জামাই মারনী_____

জামাই মারনী হলো চাকমা রুপকথার কাহিনী। এটি মূলত চন্দ্রঘোনার অনতিদূরে কর্ণফুলীনদীর তীরবর্তী সীতা পাহাড় অঞ্চলের জামেই মারনী বা জামাই মারনী স্থানকে কেন্দ্র করে রচিত। এই কাহিনীটি কালের বিবর্তনেও চাকমা সম্প্রদায়ের কাছে এখনও জনপ্রিয় একটি লোককাহিনী।
একটি রাজকন্যার জন্য হাজার হাজার রাজপুত্রে আত্মবলিদানও সত্যিই বিস্ময়কর। এতে রয়েছে কালজয়ী বীর- চরিত্র ও আত্মত্যাগে মহিমা।এই কারণে এটি শত বছর পরেও চাকমাদের কাছে খুব জনপ্রিয় আর স্মৃতিঅক্ষরে অঙ্কিত।এই কাহিনী শুধু চাকমাদের কেন,সারা বিশ্বে যেকোনো জাতির হৃদয়ে নাড়া দিতে পারে এর ভালবাসার নিবেদন।
হৃদয়ে এনে দিতে পারে অমোঘ রসানুভূতি।

চাকমায় ভাষা কাহিনীটি;
আক্ করি এক রাজা এল্।তাঘুন এক কোয়া হুব দোল ঝি এল্।তা দোল্ সম্বাদ দেজে-দেজে
ফগদাঙ অল্।আমাত্য বেক লগর গাভুর-গাভুর পো লগে তারে লভারদ্যই ছদফুত্যে অলাক্।পরে দি রাজা টিক-গরি দিলদে্ আক্ খান তারেঙ মাদাত্তুন যে ঝাম দি দ্যাই বড়গাঙ ওত পরি ন্যেই,সাজুরী ন্যেই, ওকুলে পার অই্ পারিবো,তারে তা ঝিব্ দিবো।কদ জনে ঝাম দি দি ম-লাগ্, পিজে এক দিন্যা এক রাজা পোয়্ এই ন্যেই রাজা ঝিরে পেবাদ্যাই ঝাম দি চেল্ হ।রাজা তারে ছ্যেইন্যে ঝাম দিবার ন দিল হ্।তা পর দিন্যে ঝাম দিবা হধা অল্।রেদোত রাজা হপ্পনে দেল দে্, এক কোয়া বুড়ী এ ন্যেই,রাজা রে বদ্দি শিগেই দিলদে্ বুগৎ-পিদৎ,দ্বি হাদৎ দ্বিবা বালোজ বানি দিজ্ আর হাদৎ এক কোয়া ছাদি ধরিন্যাই মিলি দিদ্ হোচ্।এই কই ন্যা সে বুড়ী মিলাবোয়া অদেঘা অল্।বেইন্যা ঘুমত্তুন উদিন্যাই রাজা পোয়াবোয়া রাজা হধা দগে বালোজ বানি ন্যাই ঝামি দিল।ঝাম দিন্যাই সাজুরি ন্যাই বড়গাঙ পার হইন্যা এ্যালহ্।রাজা হুজি অয়ন্যাই সেই রাজা পোয়াবোরে তা ঝিব দিল্।
________Anonymous

উল্লেখ কাহিনী অনুযায়ী হাজার হাজার রাজপুত্র জামাই হবার উদ্দেশ্য পাহাড় নদীতে
ঝাপ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল বলে পাহাড়টি ‘জামাই মারনী ‘নামে প্রসিদ্ধ।

বি.দ্র. কপি করলে অবশ্যই কৃতজ্ঞতা দিবেন। না হলে কপিরাইট আইনে দন্ডিত হবেন।