নিদ্রাহীন এক সন্ধে,
আলোর দিকে তাকিয়ে
দেখি তোমার মুখাকৃতি।
সতেজে ভরা রুপ,
স্নেহের অপরূপ, সৌন্দর্যের মহীয়ান।
আকাশের মতো বিশাল
মাপা হয়না কোন কালে।
অস্থি তরতরে, নিশ্বাসপ্রশ্বাস ওলটপালট
দেহে আলসেমির আলতো ছায়া!
তবুও যায় না ছোঁয়া।
বিমোহিত করে প্রাণের ক্ষুধাকে
ফুটন্ত প্রদীপ জ্বালিয়ে দেয় প্রাণে।
তোমার ছায়া ধরবে বলে
সে তো আজও দাড়িয়ে থাকে।