কর্ণফুলীনদী নামকরণের উপাখ্যান
কর্ণফুলীর পূর্ব নাম ছিল কাঁইচা খাল।কি কারণে নদীকে কর্ণফুলী নামকরণ করা হয়,তার
উপাখ্যান ;
কোনো এক সময়ে চট্টগ্রামের এক মুসলমান বাদশাহর বেগম সাহেবার কর্ণফুল নদীগর্ভে পড়ে যায়।বেগম সাহেবা কর্ণফুলটির মায়া কাটাতে না পেরে সেটা তোলবার জন্য নদীর মধ্যে লাফ দিয়ে পড়েন। কিন্তু তার এমনই ভাগ্য যে সেই ফুল উদ্বার করা তো দূরের কথা,তিনি নিজেই নদীতে মৃত্যুবরণ করেন। সেই থেকে কাঁইচা খাল কর্ণফুলী নামে পরিচিত। বেগম সাহেবা কর্ণফুলের পরিবর্তে নিজে জীবন দান করে আজও স্মরণীয় হয়ে আছেন।
তথ্য;ক্যাপ্টেন হার্বাট লুইনের বিখ্যাত গ্রন্থ A fly on the wheel থেকে নেওয়া।
কর্ণফুলীনদী