_____জামাই মারনী_____
জামাই মারনী হলো চাকমা রুপকথার কাহিনী। এটি মূলত চন্দ্রঘোনার অনতিদূরে কর্ণফুলীনদীর তীরবর্তী সীতা পাহাড় অঞ্চলের জামেই মারনী বা জামাই মারনী স্থানকে কেন্দ্র করে রচিত। এই কাহিনীটি কালের বিবর্তনেও চাকমা সম্প্রদায়ের কাছে এখনও জনপ্রিয় একটি লোককাহিনী।
একটি রাজকন্যার জন্য হাজার হাজার রাজপুত্রে আত্মবলিদানও সত্যিই বিস্ময়কর। এতে রয়েছে কালজয়ী বীর- চরিত্র ও আত্মত্যাগে মহিমা।এই কারণে এটি শত বছর পরেও চাকমাদের কাছে খুব জনপ্রিয় আর স্মৃতিঅক্ষরে অঙ্কিত।এই কাহিনী শুধু চাকমাদের কেন,সারা বিশ্বে যেকোনো জাতির হৃদয়ে নাড়া দিতে পারে এর ভালবাসার নিবেদন।
হৃদয়ে এনে দিতে পারে অমোঘ রসানুভূতি।
চাকমায় ভাষা কাহিনীটি;
আক্ করি এক রাজা এল্।তাঘুন এক কোয়া হুব দোল ঝি এল্।তা দোল্ সম্বাদ দেজে-দেজে
ফগদাঙ অল্।আমাত্য বেক লগর গাভুর-গাভুর পো লগে তারে লভারদ্যই ছদফুত্যে অলাক্।পরে দি রাজা টিক-গরি দিলদে্ আক্ খান তারেঙ মাদাত্তুন যে ঝাম দি দ্যাই বড়গাঙ ওত পরি ন্যেই,সাজুরী ন্যেই, ওকুলে পার অই্ পারিবো,তারে তা ঝিব্ দিবো।কদ জনে ঝাম দি দি ম-লাগ্, পিজে এক দিন্যা এক রাজা পোয়্ এই ন্যেই রাজা ঝিরে পেবাদ্যাই ঝাম দি চেল্ হ।রাজা তারে ছ্যেইন্যে ঝাম দিবার ন দিল হ্।তা পর দিন্যে ঝাম দিবা হধা অল্।রেদোত রাজা হপ্পনে দেল দে্, এক কোয়া বুড়ী এ ন্যেই,রাজা রে বদ্দি শিগেই দিলদে্ বুগৎ-পিদৎ,দ্বি হাদৎ দ্বিবা বালোজ বানি দিজ্ আর হাদৎ এক কোয়া ছাদি ধরিন্যাই মিলি দিদ্ হোচ্।এই কই ন্যা সে বুড়ী মিলাবোয়া অদেঘা অল্।বেইন্যা ঘুমত্তুন উদিন্যাই রাজা পোয়াবোয়া রাজা হধা দগে বালোজ বানি ন্যাই ঝামি দিল।ঝাম দিন্যাই সাজুরি ন্যাই বড়গাঙ পার হইন্যা এ্যালহ্।রাজা হুজি অয়ন্যাই সেই রাজা পোয়াবোরে তা ঝিব দিল্।
________Anonymous
উল্লেখ কাহিনী অনুযায়ী হাজার হাজার রাজপুত্র জামাই হবার উদ্দেশ্য পাহাড় নদীতে
ঝাপ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল বলে পাহাড়টি ‘জামাই মারনী ‘নামে প্রসিদ্ধ।
বি.দ্র. কপি করলে অবশ্যই কৃতজ্ঞতা দিবেন। না হলে কপিরাইট আইনে দন্ডিত হবেন।